।। কবিতা।। চুপকথা


মঙ্গলবার,০৭/০৭/২০২০
3137

।। কবিতা।। চুপকথা

পিয়ালী গঙ্গোপাধ্যায়

দীর্ঘ অবসাদের সংক্রান্তিতে
ভিতর যখন হিমেল উষ্ণতা পায়,
সবুজের সাথে সাথে ফিরে আসে আবার
জীবনযাপনের সব জলছবি
আমার সমস্ত আবেগ উন্মুখ হয়
এক চুড়ান্ত নিবেদনের জন্য,
উজান আসে অন্তঃস্থলের প্রতিটা খাঁজে খাঁজে
রবি ঠাকুর যেন আবার জন্ম নেয় আমার মধ্যে
যেমন করে নদীর চর জাগে,
অসময়ে বসবাস করা ইচ্ছেগুলো আর চাতক হতে চায় না।

বৃষ্টিতে না ভিজেও আমার দেহে আসে এক সুখের জ্বর
যত কোমলতা আমার, সব দুমড়ে মুচড়ে কাতর হয়ে ওঠে
আমার ভিতর-বাহির রূপসা হয় কি এক স্বস্তির যন্ত্রণায়
রোদ্দুর খেলে জ্যোৎস্নার সাথে, শরীরের প্রতিটা উপশিরায়।

কেউ জানতে পারে না আমার এ সবের বৃত্তান্ত
ওরা ভাবে, আমি বোধ হয় শুধু শান্তর সঙ্গে সহবাস করি
কেউ দেখতে পায় না আমার এই চুপিচুপি অনুভবেরা-
কতটা সোহাগী কতটা মায়াবী হতে পারে
কেউ বুঝতে পারে না, কেন আমার এ সব হয়।

কিন্তু আমি তো জানি, আমার এ প্লাবন তখনই আসে
যখন তুমি, আদিমতায় ছুঁয়ে দাও…………

পিয়ালী গঙ্গোপাধ্যায়

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট