কলকাতা : করোনা এবং আম্ফান মোকাবিলায় রাজ্য সরকার চূড়ান্ত ব্যর্থ এই অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন রাজ্য সরকার করোনা আক্রান্তদের যদি সঠিক চিকিৎসার দায়িত্ব না নেয় কিংবা আম্ফানে ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর না করা হয় তাহলে বিধানসভার গেটের বাইরে তারা অবস্থানে বসবেন। আগামী বুধবার তারা এই কর্মসূচি জানিয়ে দেবেন বলে জানিয়েছেন মান্নান সাহেব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে আব্দুল মান্নান বলেন তিনি অন্য মন্ত্রীদের নম্বর দেন কিন্তু তাঁর নম্বরটা দেবেন।
Auto Amazon Links: No products found.