খড়গপুরে প্রশিক্ষনরত সশস্ত্র পুলিশের ৪২ করোনায় আক্রান্ত!


বুধবার,১৫/০৭/২০২০
514

পশ্চিম মেদিনীপুর:- করোনা সন্ক্রমনের শিকার হলেন রাজ্য সশস্ত্র পুলিশের প্রশিক্ষনরত ৪২ জন জওয়ান। এঁদের পজিটিভ রিপোর্ট এসেছে।এরই সাথে ব্যারাকপুর থেকে খড়গপুর সালুয়ায় প্রশিক্ষন নিতে আসা ৪০০ জনের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে। মঙ্গলবার এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে কারন সোমবার রাতে আসা রিপোর্টে ৮৩ জনের রিপোর্ট অমীমাংসিত এসেছে যেখান থেকে আরও পজিটিভ রিপোর্ট আসার সম্ভাবনা প্রবল।

উল্লেখ্য কয়েকদিন আগেই ব্যারাকপুর থেকে আসা এই ৪০০জনের ১জন প্রথম করোনা আক্রান্ত হন। এরপর প্রতিদিনই ৬০ জন করে নমুনা সংগ্ৰহ ও পরীক্ষা শুরু হয়। প্রথম দফার ৬০ জনের মধ্যে ৩ জন পজিটিভ আসে। পরের দফায় ফের ৬০ জনের নমুনা সংগ্ৰহ করা হয়। তৃতীয় দফায় রবিবার ফের ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। সবমিলিয়ে এখন দেখা যাচ্ছে মোট ৪৬ জন আক্রান্ত এবং ৮৩ নমুনা অমীমাংসিত।বর্তমানে এই ৪৬ জনকে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঠিকই কিন্তু মঙ্গলবার নতুন করে সন্ক্রমনের খবর এলে কী করা হবে সেই নিয়ে সংশয়ে পুলিশ কারন জেলার মাত্র ২টি হাসপাতাল শালবনী সুপার স্পেশালিটি ও আয়ুশে ক্রমাগত চাপ বাড়ছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট