বাংলাদেশে স্থবিরতা কাটল ক্রিকেটের

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনাভাইরাস শিকল পড়িয়ে রেখেছিল ক্রিকেটারদেরও। খেলা, অনুশীলন সব থেকে দূরে ছিলেন সবাই। ঘরেই ফিটনেস ট্রেনিং ছিল কেবল ভরসা। তবে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুনরা মাঠে ফিরলেন ১৯ জুলাই রবিবার। শুরু করে দিলেন ব্যক্তিগত অনুশীলন। করোনাকে হারিয়ে স্বাভাবিক জীবনে যে ফিরতেই হবে একদিন! দেশের শীর্ষ ক্রিকেটারদের বেশ কজন চারটি ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলন শুরু করলেন। করোনার কারণে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে বেশিরভাগই ফিটনেস অনুশীলন করেছেন এদিন। কেউ কেউ নেটে বোলিং মেশিনে সেরেছেন ব্যাটিং প্র্যাকটিস। জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন এবং পেসার শফিউল ইসলাম মিরপুরে বিসিবির একাডেমি মাঠে অনুশীলন সারেন। পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ সিলেটে অনুশীলন করেছেন।

অন্যদিকে নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসান অনুশীলন করেছেন খুলনায়। চট্টগ্রামে অফ স্পিনার নাঈম হাসানের অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির কারণে করতে পারেননি তিনি। মিরপুরে মুশফিক, মিঠুন, শফিউলরা অনুশীলন করেন সকালে। আগে থেকেই বিসিবির তৈরি করে দেওয়া সূচিতে সবাই পৃথকভাবে অনুশীলন করেছেন। মুশফিক যেমন সাড়ে ৮টা থেকে ৩০ মিনিট রানিং করেছেন। এক ঘণ্টা বিশ্রাম নিয়ে ১০টায় যান নেটে। টানা এক ঘণ্টা তিনি বোলিং মেশিনে অনুশীলন করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দীর্ঘ চার মাস পর মাঠে ফেরার দিনে একটা পরিচিত দৃশ্যও দেখা মিলে। মুশফিক এদিনও মাঠে এসেছিলেন নির্ধারিত সময়ের বেশি আগে। মুশফিকের আগে মিঠুন ৯টা থেকে এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন নেটে। এরপর রানিং করেন। ১১টা থেকে ৩০ মিনিট রানিং করেন পেসার শফিউল ইসলাম। অনুশীলন করতে চাওয়া ৯ ক্রিকেটারকে ২৬ জুলাই পর্যন্ত রুটিন করে দিয়েছে বিসিবি। সেই অনুযায়ী স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে অনুশীলন করবেন তারা। ঢাকায় যারা অনুশীলন করছেন তারাই শুরু ফিটনেস অনুশীলনের সঙ্গে নেটে ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ পাচ্ছেন। ঢাকার বাইরের তিন ভেন্যুতে ক্রিকেটাররা শুধু ফিনটেস ট্রেনিং করবেন। ক্রিকেটারদের এই ট্রেনিং কার্যক্রম হয়তো ঈদের পর বাড়ানো হতে পারে।

admin

Share
Published by
admin

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

19 hours ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

23 hours ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

24 hours ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

1 day ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

1 day ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: