ডেস্ক রিপোর্ট, ঢাকা: কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুরসহ দেশের ১৪ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরীয়তপুর এবং ঢাকা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা সিটি কর্পোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলসমূহের বন্যা পরিস্থিতি সামান্য অবনতি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র–যমুনা নদ–নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা–পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এতে বলা হয়েছে, উত্তর–পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।
আগামী ২৪ ঘণ্টায় এ অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে। ঢাকা জেলার আশেপাশের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র–যমুনা ব্যাতীত অন্যান্য প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের ১০১টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি ৪১টির, হ্রাস ৫৭টি, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১৮টি, বিপদসীমার উপরে নদীর সংখ্যা ১৮টির, অপরিবর্তিত ৩টির, বিপদসীমার উপরে স্টেশনের সংখ্যা ২৮টির, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশনের সংখ্যা ১৫টি। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলের উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, মহেশখোলা ১৪৫ মিলিমিটার, ডালিয়া ১০৫ মিলিমিটার, সুনামগঞ্জ ৭০ মিলিমিটার, লালাখাল ৬৯ মিলিমিটার, জাফলং ৬৮ মিলিমিটার।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More