কলকাতা : করোনাকে জয় করতে পারলেন না সিপিএমের বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তী। গত ৩০ জুলায় ফুসফুসের সংক্রমন নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় করোনা ধরা পড়ে তাঁর। বৃহস্পতিবার বেলা ২ টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শ্যামল চক্রবর্তীর।সিপিআই (এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র জানিয়েছেন, আমাদের পার্টির প্রবীণ নেতা কমরেড শ্যামল চক্রবর্তীর বেলা দুটো নাগাদ জীবনাবসান হয়েছে। আজ দুপুরের আগে ও পরে পরপর দুবার ওঁর হার্ট আ্যটাক হয়। প্রথম বার কিছুটা নিয়ন্ত্রণে আনার পর আর একটা আ্যটাকে সব শেষ হয়ে যায়।
যেহেতু উনি কোভিড পজিটিভ ছিলেন সেই কারণে ওঁর শেষ যাত্রার কর্মসূচি পরে জানানো হবে। আমাদের সমস্ত পার্টি অফিসে পার্টি পতাকা অর্ধনমিত থাকবে।
Auto Amazon Links: No products found.