জন্ম দিনে ছাত্রছাত্রীদের হাতে চারা ও মাস্ক বিতরণ


শুক্রবার,০৭/০৮/২০২০
612

পশ্চিম মেদিনীপুর:– নিজের জন্ম দিনটিকে স্মরনীয় করে রাখতে ছাত্রছাত্রীদের হাতে মাস্ক ও চারা গাছ তুলে দিলেন গোয়ালতোড়ের জীব বিদ্যার গৃহ শিক্ষক রঞ্জিত মন্ডল। এদিন তিনি গোয়ালতোড়ের নবীন সংঘ পাঠাগার চত্বরে গোয়ালতোড়, পিংবনী, বুলানপুর, কিয়ামাচা ও খাঁন্দিবাঁধ উচ্চ বিদ্যালয়ের দুস্থ ছাত্রছাত্রীদের হাতে একটি করে মাস্ক ও একটি করে চারা গাছ তুলে দেন পাশাপাশি উক্ত পাঁচ টি বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করে কুর্নীশ জানান। সামাজিক দুরত্ব বজায় রেখে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাস্কর চক্রবর্তী, চিন্ময় মাহাত, শান্তিনাথ দে প্রমুখরা। সমগ্র অনুষ্ঠান টির তদারকি করেন বুবাই দুলে।

রঞ্জিত বাবু বলেন, নিজের জন্মদিন টিতে হৈ-হুল্লোড় না করে বর্তমানে করোনা মহামারির কারনে কিছু দুস্থ ছাত্রছাত্রীদের হাতে মাস্ক ও চারা গাছ তুলে দিতে পেরে আমি আনন্দিত৷

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট