ঠাকুর বাড়ির সামনে যেন একা দাঁড়িয়ে স্বয়ং রবীন্দ্রনাথ !


শুক্রবার,০৭/০৮/২০২০
813

কলকাতা : কবিগুরুর প্রয়ান দিবস। কিন্তু কবির প্রয়ান দিবসে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি রইল ফাঁকা। নেপথ্যে করোনা ভাইরাস। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২২ শ্রাবণ মানুষের ঢল নামে। কবিগুরুর জন্মদিবস কিংবা মৃত্যুদিবসেই নয়, সারা বছরই রবীন্দ্রভক্তরা ভিড় জমান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। বর্তমান করোনা পরিস্থিতির জেরে ছবিটা একেবারেই আলাদা। আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে রবীন্দ্র ভক্তদের ভিড় নেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। ছিল না কোন অনুষ্ঠানের আয়োজন। ফাঁকা মঞ্চ।

ঠাকুর বাড়ির সামনে যেন একা দাঁড়িয়ে স্বয়ং রবীন্দ্রনাথ ! তবে এইকরোনা পরিস্থিতির মধ্যেও দু-একজন রবীন্দ্রভক্ত এসেছেন, মালা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিতে।

রবীন্দ্রনাথ বাঙালির আবেগ। বাঙালির মননে রবীন্দ্রনাথ। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি তাই বাঙালির পুণ্যভূমি। অন্য রাজ্যে কিংবা ভিনদেশে বাঙালি যেখানেই থাকুন 25 বৈশাখ কিংবা 22 শ্রাবণ ছুটে আসেন কবিগুরুকে প্রণাম জানাতে। বর্তমান করোনা পরিস্থিতিতে দিশেহারা মানুষ। বাঙালির মনন , চেতনার ভগবান রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে তাই ঠাকুরবাড়ি ছিল ফাঁকা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট