পশ্চিম মেদিনীপুর:- ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার পাঁচবেড়িয়াতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু দুই বাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে সকাল ৮টা নাগাদ পাঁশকুড়ার দিক থেকে এক যুবক বাইকে করে দুই মহিলাকে চাপিয়ে নিয়ে ঘাটালের দিকে আসছিলেন। সেই সময় কোনও কারণে বাইক থেকে দুই মহিলা পড়ে যান। তখনই একটি লরি তাদের পিষে দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। দুই মহিলার এক জনের নাম ঊষারাণী মাইতি(৩৪) এবং শুভ্রা ভুঁইঞা(৩৫)। ঊষাদেবীর বাড়ি খড়্গপুর লোকাল থানার তুরাংএ এবং শুভ্রাদেবীর বাড়ি খড়্গপুর লোকাল থানার কৈগেড়িয়া গ্রামে। পুলিশ লরিটিকে আটক করেছে।
দাসপুর থানার পাঁচবেড়িয়াতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বাইক আরোহীর
মঙ্গলবার,১১/০৮/২০২০
812