প্রদেশ কংগ্রেস সভাপতি পদে এগিয়ে কে ?


বৃহস্পতিবার,১৩/০৮/২০২০
968

কলকাতা : সোমেন মিত্রের মৃত্যুতে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ এখন শূন্য। কে হবেন পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি? এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিধান ভবন সূত্রে খবর, এআইসিসির কাছে রাজ্যের তিন নেতার নাম নিয়ে চর্চ্চা চলছে। তবে এগিয়ে রয়েছেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রাজ্য কংগ্রেসের একটা অংশ অবশ্য চান প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বর্তমানে লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীকে প্রদেশের দায়িত্ব দেওয়া হোক। বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানেরর নামও সম্ভাব্য প্রদেশ সভাপতি পদের তালিকায় রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এআইসিসি। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের পর্যবেক্ষক গৌরব গগৈ সোমেন মিত্রের শূন্য হওয়া পদে কাকে বসানো যায় তা নিয়ে শীর্ষ কর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন।

রাজ্যে বামেদের সঙ্গে জোট গড়ে রাজনৈতিক কর্মকান্ড এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে এআইসিসির ম্যানেজাররা। সোমেন মিত্র সেই কাজটি সুনিপুণভাবে শুরু করেছিলেন। কংগ্রেস সূত্রে খবর, এআইসিসি এমন কাউকে সভাপতি পদে বসাতে চান যিনি সোমেন মিত্রের সেই কাজটিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। অধীর রঞ্জন চৌধুরী লোকসভায় দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাকে প্রদেশ সভাপতি করার অর্থ লোকসভায় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী তেমনটা চাইছেন না বলেই খবর। অধীর চৌধুরীকে বাদ দিলে এই মুহূর্তে রাজ্য কংগ্রেসের সিনিয়র মুখ বলতে প্রদীপ ভট্টাচার্য এবং আব্দুল মান্নান। আবার বামেদের সঙ্গে সুসম্পর্ক দুজনেরই। এখন দেখার শেষ পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কার ভাগ্যে শিকে ছেঁড়ে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট