মেট্রো প্রক্ল্প সরাচ্ছে উদ্ভব সরকার


সোমবার,১২/১০/২০২০
372

মুম্বাই: মুম্বাইয়ে তৎকালীন বিজেপি সরকারের সিদ্ধান্ত বাতিল। মেনে নেওয়া হল পরিবেশবিদদের দাবি। উদ্ভব ঠাকরের সরকার পরিবেশের কথা মাথায় রেখে মেট্রো প্রকল্প সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল। রক্ষা পেতে চলেছে কয়েক হাজার গাছ।

মুম্বাইয়ের আরে অঞ্চলের প্রায় ৮০০ একর জায়গা সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই ঘোষণা করেছেন। একই সঙ্গে ওই এলাকায় মেট্রোরেলের ট্রেন রাখার জায়গা তৈরির কাজও বন্ধের নির্দেশ দেন। উল্লেখ্য, নতুন করে ঘোষিত সংরক্ষিত এই বনাঞ্চলের জায়গায় মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয়েছিল। এই নির্মাণকাজের বিরোধিতা করে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে আন্দোলনে নামেন পরিবেশবাদীরা। সেসময় বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকারের সঙ্গে পরিবেশবাদীদের সম্পর্ক তিক্ত হতে শুরু করে। শিবসেনার নেতৃত্বে সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পরিবেশবিদদের দাবিকে মান্যতা দেন। তিনি জানান, মেট্রোরেল প্রকল্পের জন্য ট্রেন রাখার জায়গা অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এই প্রকল্প নির্মাণের জন্য ২৭০০ টি গাছ কাটার কথা উঠলে এর বিরোধিতা করে আন্দোলনে নামেন পরিবেশবিদরা। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, ‘ট্রেন রাখার জায়গা নির্মাণ নিয়ে অস্থিরতা কাটল। আরের জীববৈচিত্র্য রক্ষা করার প্রয়োজন আছে। আমাদের শহরের মধ্যেই ৮০০ একর বন রয়েছে। মুম্বাই প্রাকৃতিকভাবেই বন দিয়ে আচ্ছাদিত।’ এ সময় তিনি গত বছর গাছ কাটার বিরোধিতা করে যাঁরা আন্দোলন করেছেন, তাঁদের বিরুদ্ধে হওয়া সব মামলা তুলে নেওয়ার ইঙ্গিত দেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট