কলকাতা : ১৯২৬ সালে প্রথম কলকাতার রাজপথে নেমেছিল ডবল ডেকার বা দোতলা বাস। তখন রং ছিল লাল। প্রায় ১০০ বছরের পুরনো ইতিহাস নতুনত্ব ও আধুনিকতার মোড়কে ফিরল কলকাতায়। এবার নীল সাদা রংয়ে। নানা সমস্যার জন্য ডবল ডেকার বাসের চাকা থেমে গিয়েছিল ২০০৫–এ। মঙ্গলবার থেকে ফের শহরের রাস্তায় দোতলা বাস। নবান্ন থেকে দুটি নীল–সাদা রঙের ডবল ডেকার বাস এদিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার আর যাত্রী পরিবহণের জন্য নয়। মহানগরী কলকাতাকে নতুন করে চেনাতে শহরে ভ্রমনের জন্য সূচনা করা হচ্ছে এই দোতলা বাসের। বাসের আসন সংখ্যা থাকছে ৫১। ভ্রমনপিপাসু ববাঙালি এই দোতলা বাসে চেপে পুজো পরিক্রমা করতে পারবেন।পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম ৯০ লক্ষ টাকা খরচ করে বাস দুটি তৈরি করিয়েছে। এগুলি গড়ে তুলেছে জামশেদপুরের সংস্থা ‘বেবকো’। ধাপে ধাপে এরকম আরও ১০টি দোতলা বাস নিতে আগ্রহ প্রকাশ করেছে পরিবহণ দফতর। শহর দেখানোর পাশাপাশি আগামীদিনে যাত্রী পরিবহণেও দোতলা বাস ব্যবহার করা হবে কিনা তা নিয়ে সংশ্লিষ্ট দফতর সূত্রে কিছু জানা যায়নি। তবে দোতলা বাসের সঙ্গে বাঙালির মনে যে নস্টালজিয়া ফিরছে, তা পরিষ্কার। অত্যাধুনিক এই বাসে রয়েছে স্বয়ংক্রিয় দরজা, চওড়া সিঁড়ি, মেট্রোর মতো গন্তব্য–চিহ্নিত বোর্ড, প্যানিক বটন, সিসি টিভি ইত্যাদি। পুরনো ডবল ডেকার বাসগুলিতে দুটি দরজা থাকলেও এটিতে থাকছে কেবল একটি। ৫১ সিটের এই বাসের ওপরতলায় থাকবে ১৬টি সিট। সেগুলি অবশ্যই খুব আরামদায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় নীল–সাদা রঙে রাঙানো হয়েছে বাস দুটি। ছাদ–খোলা এই দুটি বাসই বিএস–৪ গোত্রের।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More