ডিভাইন ব্রেথের উদ্যোগে পুজোয় নতুন পোশাক ফুটপাথ বাসীদের


শুক্রবার,২৩/১০/২০২০
534

কলকাতা: যখন নতুন পোশাক পড়ে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে তখন ওদের চোখে মুখে একরাশ হতাশা। করোনা পরিস্থিতিতে যে ওদের রুটিরুজি বন্ধ। নিজেদের জন্য নতুন পোশাকের ভাবনা তো দুরস্ত, সন্তানদের জন্য একটা নতুন পোশাক কিনে দেওয়ার মত সামর্থ্যটুকু কুলায়নি এবছর। ওদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো ডিভাইন ব্রেথ। সংস্থার সম্পাদিকা নীহারিকা মুখোপাধ্যায়ের উদ্যোগে ফুটপাতবাসী মানুষের মধ্যে বিতরণ করা হলো নতুন পোশাক। আর নতুন পোশাক পড়ে আহ্লাদে আটখানা তারা। মঙ্গলবার মধ্য কলকাতার মলঙ্গা লেনের ত্রিকোণ পার্কে এই বস্ত্রবিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেবীর আগমনে পাড়ার প্রবীনদের সঙ্গে বৈঠকি আড্ডাও অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অভিনেত্রী তথা পরিচালক সোনু দাস তাঁর বক্তৃতায় নীহারিকা মুখোপাধ্যায়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আয়োজক সংস্থার সম্পাদিকা নীহারিকা মুখোপাধ্যায় বলেন, এই অতিমারির সময়ে সাধারণ মানুষের জীবন এখন ওষ্ঠাগত। স্বাভাবিকতা হারিয়েছে জীবনযাত্রায়। রুটিরুজি হারিয়ে চরম দুর্দশায় দেশের বহু মানুষ। এই কঠিন সময়ে ফুটপাথবাসীদের অবস্থা আরও বিপদাপন্ন। তাদেরই বিপন্নতায় একটা নতুন পোশাক অনেকটাই আনন্দ দিতে পারবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট