বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার বন্ধু হয়ে থাকবে বাংলাদেশ: কাদের


সোমবার,০৯/১১/২০২০
1049

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। ৮ নভেম্বর রোববার এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান। অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, তুমুল প্রতিদ্বদ্বীতাপূর্ণ নির্বাচনে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তার অসাধারণ জনপ্রিয়তা প্রকাশ পেয়েছে। অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত জো বাইডেনের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আরো এগিয়ে যাবে। বাংলাদেশের সাথে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোড়ালো হবে। আরো সুদৃঢ় হবে বন্ধু প্রতিম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক। আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার, নিরাপত্তা ও অর্থনৈতিক সম্বৃদ্ধি সুসংহত হবে। আমেরিকায় বাংলাদেশীদের প্রবেশাধিকার ও ব্যবসায়িক সুবিধা নিশ্চিত হবে। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্বস্ত বন্ধু হিসেবে আমেরিকার পাশে থাকবে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বিজ্ঞাপন : এখানে বিজ্ঞাপন দিতে , যোগাযোগ : 9733377444

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট