ভাই বোনের আটুট মেলবন্ধনের উৎসবকে একটু অন্যভাবে উদযাপন করল সাংস্কৃতিক মঞ্চ


সোমবার,১৬/১১/২০২০
857

ঝাড়গ্রাম:- আজ ভাতৃদ্বিতীয়া। ভাই বোনের আটুট মেলবন্ধনের উৎসব। এই উৎসব কে একটু অন্যভাবে উদযাপন করল সাংস্কৃতিক মঞ্চ। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের ‘মাধুকরী সাংস্কৃতিক মেলবন্ধনে বেলিয়াবেড়া থানা ও আমরা’ এর পক্ষ থেকে বেলিয়াবেড় থানার সমস্ত আধিকারিক ও পুলিশ কর্মীদের ফোঁটা দিয়ে উদযাপিত হল ভাইফোঁটা। বেলিয়াবেড়া থানা চত্বরে স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরেই বসে এই ভাইফোঁটার আসর। সাংস্কৃতিক মঞ্চের এহেন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। এই কর্মসূচি সম্পর্কে বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ বলেন, ‘সাংস্কৃতিক মঞ্চের এহেন উদ্যোগ কে প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে।

বিজ্ঞাপন

আমাদের থানার পক্ষ থেকে গতবছর একটা গন ভাইফোঁটার আয়োজন করেছিলাম তাতে এলাকার বিভিন্ন ছোটো ছোটো ছেলেমেয়েদের আমরা ডেকেছিলাম তাদেরকে ফোঁটা দিয়েছিলাম এবং তাদের থেকে ফোঁটা নিয়েছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব হয়নি। আশা করছি আগামী দিনে আগের বছর এই গনভাইফোঁটা অনুষ্ঠান আয়োজন করবো। মাধুকরীর পক্ষ থেকে যে ওরা ভেবেছেন আমাদের পুলিশদের ভাইফোঁটা দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছেন তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমরা পুলিশরা আমদের ঘরেও বোনেরা আছেন ওরাও অপেক্ষা করে থাকেন ফোঁটা নেওয়ার জন্য আমাদেরও মন ব্যকুল হয়ে যায়। কিন্তু আমরা কোনো বছরই পারি না আমদের বোনেদের কাছ থেকে ফোঁটা নিতে। কারণ আমাদের ডিউটি টাই আমাদের কাছে সবার আগে। তাই একথা ভেবে মাধুকরী সাংস্কৃতিক মঞ্চ থানার স্টাফদের ফোঁটা দিচ্ছে যারা বাড়ি যেতে পারেন নি।’

বিজ্ঞাপন

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট