উলুবেড়িয়া: বিভিন্ন জেলার সাংগঠনিক শক্তিশালী করতে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক উলুবেড়িয়া বিরশিবপুর একটি বেসরকারি হোটেলে। এদিন পশ্চিম মেদিনীপুরের তমলুক, ঝাড়গ্রাম ও হাওড়া সদর চার জেলা নিয়ে বুধবার বৈঠক হয়।
উপস্থিত বিজেপির বিশেষ পর্যবেক্ষক সুনীল দেওধর, কৈলাশ বিজয়বর্গী, জেলার পর্যবেক্ষক অনুপম মল্লিক। কৈলাশ বিজয়বর্গী বলেন হিংসার রাজনৈতিক কোনো স্থান নেই। বাংলাকে সোনার বাংলা গড়বো।তৃণমূলে থাকতে না চাইলে বিজেপিতে তাদের জন্য স্বাগত।ভ্রষ্টাচারী সরকারকে বাংলা থেকে সরানো জরুরি।বিধানসভা ভোটে লড়াই করার জন্য বুথ লেভেল থেকে শুরু করে সমস্ত কার্য কর্তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান কৈলাশ বিজয়বর্গী।
Auto Amazon Links: No products found.