ফেলুদাকে স্মরণ করল হিউম্যান রাইটস প্রটেকশন অ্যাসোসিয়েশন


বৃহস্পতিবার,১৯/১১/২০২০
952

কলকাতা : প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করল হিউম্যান রাইটস প্রটেকশন অ্যাসোসিয়েশন। সংস্থার সদর দপ্তরে আয়োজিত এক স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন সমাজের বিশিষ্টজনেরা। এই দিকপাল অভিনেতার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন তাঁরা। হিউম্যান রাইটস প্রটেকশন অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি শামিম আহমেদ বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর সৃষ্টিশীলতার মধ্য দিয়ে বাংলার সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন। তিনি বলেন বাংলা সংস্কৃতিতে কোনদিন জাতি ধর্মের ভেদাভেদ ছিল না।

সেই বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে। বিভাজন যারা করতে চাইছে তাদের রুখে দিয়ে বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে হবে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণসভায় এই আবেদন রাখেন বিশিষ্ট এই মানবাধিকার সংগঠক। এই মহানায়কের জীবনবোধ মানুষের মধ্যে যত ছড়িয়ে পড়বে ভারতীয় সংস্কৃতি তথা ঐক্যবদ্ধ হবে বলে মন্তব্য তাঁর। এদিনের স্মরণসভায় আরও যাঁরা উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য, সংগঠনের রাজ্য সভাপতি আক্তারুজ্জামান মোল্লা, মহম্মদ পারভেজ আকতার, গৌতম মুখার্জী, শেখ ইমরান, সজল চক্রবর্তী, সঞ্জীব তাঁতি, শান্তনু চক্রবর্তী, রথীন চৌধুরি প্রমুখ।

বিজ্ঞাপন

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট