ছটপুজোয় শুভেচ্ছা মাইনোরিটি ফোরামের


শুক্রবার,২০/১১/২০২০
889

উলুবেড়িয়া : ছট পুজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। তিনি বলেন, এবার ছট পুজোয় দুদিন ছুটি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানান তিনি। বাউড়িয়া লঞ্চঘাটে এদিন বহু মানুষের সমাগম হয়। বিধায়ক ইদ্রিশ আলি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সেই সঙ্গে সঙ্গে পুরসভাকে অভিনন্দন জানিয়েছেন ছট পুজা সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য । ছট পুজো উপলক্ষে বাউড়িয়া লঞ্চ ঘাটে তূণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ক্যাম্প করা হয় ।

বিজ্ঞাপন

এখানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি, বিধানসভা কেন্দ্রের তৃণমূল সভাপতি বেনুকুমার সেন, উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় দাস, উলুবেড়িয়া পৌরসভার অন্যতম প্রশাসক আব্বাসউদ্দীন খান, আকবর সেখ, সুরজিত দাস, উলুবেড়িয়া পৌরসভার কো-অর্ডিনেটর বাদশা মিদ্দে,রঞ্জন ঘোষ, আতিবর রহমান, সপ্না সেন, আশা চৌধুরী, সালেহা বেগম,মহিলা সভানেত্রী শুক্লা ঘোষ প্রমুখ ।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট