সমকাজে সমবেতনের দাবি তুলে হাওড়ায় CMOH এর অফিসের সামনে ধর্না শুরু করেছেন ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা


বুধবার,০৯/১২/২০২০
516

হাওড়া: সমকাজে সমবেতন, স্থায়ীকরণ, বেতন কাঠামোর পুনর্বিন্যাস সহ ৫ দফা দাবিতে মঙ্গলবার হাওড়ায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ( CMOH ) দফতরের সামনে ধর্না ও বিক্ষোভ শুরু করেছেন ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা। এদিন CMOH-কে ডেপুটেশন দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশন হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে। এদিন ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান এবং তাঁরা ধর্না শুরু করেন। দাবি তোলেন পশ্চিমবঙ্গের সকল NHM ও NUHM কর্মীদের স্থায়ীকরণ, বেতন কাঠামোর পুনর্বিন্যাস করতে হবে। হাওড়া পুরনিগমের সকল NUHM কর্মীরাও এদিন একদিনের ধর্না কর্মসূচিতে অংশ নেন। তাঁরা পুরনিগম থেকে মিছিল করে CMOH এর অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে আসেন। উল্লেখ্য, NHM কর্মীদের স্থায়ীকরণ, NHM কর্মচারীদের বেতন পরিকাঠামোর পুনর্বিন্যাস, প্রত্যেক NHM কর্মীকে CATEGORISATION এর আওতায় আনা,

যে সকল পদগুলি কেন্দ্রের ROP-তে অনুমোদন পায়নি, সেইসকল পদগুলিকে কেন্দ্রের ROP-তে অনুমোদনের এর বন্দোবস্ত করা ও যে সকল NHM কর্মচারী কর্মরত অবস্থায় অথবা COVID-19 এ মারা গিয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও চাকরির বন্দোবস্ত করার দাবিতেই হাওড়ায় এই ধর্না বিক্ষোভ চলছে।

বিজ্ঞাপন

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট