হাওড়া: কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কৃষকেরা। শনিবার শ্রমিক সংগঠনগুলির ডাকা ‘টোল ফ্রি’ কর্মসূচি পালন হল সারা দেশে। এদিন সকালে হাওড়ায় বিদ্যাসাগর সেতুতে পালন হয় এই কর্মসূচি। সিটু এবং আইএনটিইউসি যৌথভাবে পালন করে এই কর্মসূচি। যেহেতু শিল্পপতিদের হাতে টোলগুলি দিয়ে দেওয়া হচ্ছে সেই কারণে শনিবার সকালে কৃষক সংগঠনগুলি ‘টোল ফ্রি’ আন্দোলনে নামে। দাবি ছিল, টোলগুলিতে বিনা ভাড়ায় সব গাড়ি যেতে দিতে হবে। গাড়ি থেকে কোনওরকম ট্যাক্স নেওয়া হবে না। এদিন সকালে আধ ঘন্টার জন্য দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজায় বাম এবং কংগ্রেসের শ্রমিক সংগঠন টোল ট্যাক্স বয়কট কর্মসূচি নেয়। গত ১৬ দিন ধরে দিল্লিতে কৃষকরা কেন্দ্রের বিরুদ্ধে যে আন্দোলন করছেন কৃষকদের সেই আন্দোলনকে আরও জোরালো করে তুলতে এদিন টোল ট্যাক্স বয়কট করার অভিযান হয়।
টোল ফ্রি’ কর্মসূচি হাওড়াতেও
শনিবার,১২/১২/২০২০
552