পরিযায়ী নয়, ভূমিপুত্র চাই। রাজীবের কেন্দ্রে তৃণমূলের পোস্টার ঘিরে বিতর্ক


মঙ্গলবার,২২/১২/২০২০
561

হাওড়া : নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে পরিযায়ী বলে পোস্টার পড়ল ডোমজুড় এলাকায়। ডোমজুড়ে ভূমিপুত্র চেয়ে তৃণমূলের পোস্টার। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর বিধানসভা কেন্দ্র ডোমজুড়ে পোস্টার পড়ল। পোস্টারে লেখা আছে স্যুটে বুটে পরিযায়ী আর নয় এবার ভূমিপুত্র চাই। পোস্টারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও আছে। সৌজন্যে ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। মঙ্গলবার সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা ডোমজুড়ের শলপ এবং বাঁকড়ায় এই পোস্টার দেখেন।

পোস্টারে লেখা আছে স্যুটে বুটে পরিযায়ী আর নয় এবার ভূমিপুত্র চাই।

এর আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তাঁর এবং শুভেন্দু অধিকারীর ছবিসহ পোস্টার মেরেছিলেন ডোমজুড় এবং হাওড়া শহরের বিভিন্ন এলাকায়। উল্লেখ্য রাজীব বন্দোপাধ্যায় বেশ কিছুদিন ধরে বেসুরো। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর দু’দফায় কথাও হয়। এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায়।

বিজ্ঞাপন
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট