২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ২৫ ফুটের বিশালাকায় কেক বানানো হচ্ছে হাওড়ায়। সেই কেক বড়দিনের দুপুরে প্রায় এক হাজারেরও বেশি শিশুদের মধ্যে বিতরণ করা হবে। দাশনগরের আলামোহন দাস চিলড্রেন্স পার্কে এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছেন তৃণমূল নেতা প্রাক্তন মেয়র পারিষদ সদস্য বিভাস হাজরা। বিভাসবাবুর দাবি, এত বিশাল ক্রিস্টমাস কেক বাংলায় প্রথম। আগামীকাল বড়দিনের দুপুরে ওই ২৫ ফুটের কেক শিশুদের মধ্যে বিতরণ করা হবে। বিভাসবাবু জানান, দীর্ঘ লকডাউনে যখন মানুষ ঘরবন্দি ছিল তখন শিশুরাও ঘরে বন্দি ছিল। এখনও স্কুল খোলেনি। ফলে ছোট ছোট শিশুরা এখনও সেইভাবে ঘর থেকে বেরোতে পারেনি। তাই শিশুদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ। প্রতিবছরই বড়দিনে আলামোহন দাস চিলড্রেনস পার্কে কেক কাটা উদযাপন হয়। তবে এই বছরে বিষয়টি একটু আলাদা। এই বিশালাকায় কেক তৈরি হচ্ছে হাওড়ার লিলুয়া একটি বেকারিতে। সেই কেক আগামীকাল শিশুদের মধ্যে বিতরণ করা হবে। অভিভাবকদেরও এই খুশির উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।
২৫ ডিসেম্বর ২৫ ফুটের সবচেয়ে বড়ো কেক হাওড়ায়। বিলি করা হবে এক হাজার শিশুকে
বৃহস্পতিবার,২৪/১২/২০২০
1082