বাংলার মানুষ ওনাকে চিনে নিয়েছে, আর কেউ ভোট দেবেনা।” হাওড়ায় বললেন বিজেপি সাংসদ অর্জুন সিং।


মঙ্গলবার,২৯/১২/২০২০
612

“সাড়ে ৯ বছর সরকারে থেকে যে সমস্যা উনি ( মমতা বন্দ্যোপাধ্যায় ) সমাধান করতে পারলেন না, এখন তিনি ‘দুয়ারে দুয়ারে’ লোক পাঠাচ্ছেন। মানুষ দেখে চিনতে পারছেন এরাই আগে তোলা নিতে আসত। এখন উনি মরিয়া হয়ে গেছেন।” সোমবার সন্ধ্যায় হাওড়ার শিবপুর মন্ডল – ১ আয়োজিত ‘আর নয় অন্যায়’ শীর্ষক এক প্রতিবাদ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন বিজেপির রাজ্য সহ সভাপতি সাংসদ অর্জুন সিং। তিনি আরও বলেন, “পিকে এসব করে নিজের রেট বাড়ানোর জন্যে নতুন নতুন ফর্মূলা দিচ্ছেন। তবে যতই ফর্মূলা ব্যবহার করুক বাংলার মানুষ ওনাকে ( মমতাকে ) চিনে নিয়েছেন, আর কেউ ভোট দেবেনা।” অর্জুন সিং বলেন, “অমর্ত্য সেন নিশ্চয়ই বাংলার গর্ব। তবে উনি যে পথের মানুষ তাতে ওনার ভারত বিরোধী মানুষেদের পাশে থাকা শোভা দেয় না। ওনার নিজের পথেই থাকা উচিৎ। তাহলে দেশের তথা বিশ্বের মানুষের কাছে ওনার সম্মান অক্ষুণ্ণ থাকবে।” হাওড়ায় তৃণমূলে ধ্বস নামা প্রসঙ্গে তিনি বলেন, “হাওড়ায় তৃণমূলে ধ্বস নেমে যাবে। ভালো এমপি, এমএলএ’রা বিজেপিতে চলে আসবেন।

তৃণমূলের কর্মীরা তো রোজ দলে দলে যোগ দিচ্ছেন।” হাওড়ায় অরূপ বনাম রাজীব প্রসঙ্গে অর্জুন সিং বলেন, “ভালো বনাম খারাপের লড়াইয়ে ভালো লোকই জিতবে। কে ভালো কে খারাপ তা হাওড়ার মানুষ ঠিক করবে। পঞ্চায়েত নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে, কিন্তু এবারে তা হবে না। নির্বাচন কমিশন বাংলার অতীত ভোটের পরিস্থিতি দেখেছে, সেইমতো ব্যাবস্থা নেবে। আর কেন্দ্রীয় সরকার সবরকমভাবে সাহায্য করবে।” এদিন শিবপুর বিধানসভা কেন্দ্রের বীরাডিঙিতে আয়োজিত ওই প্রতিবাদ সভায় দলের রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, হাওড়া জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট