উলুবেড়িয়া মহকুমার সবকটা পিকনিক স্পটে শুক্রবার উপচে পড়া ভিড়


শুক্রবার,০১/০১/২০২১
514

হাওড়া, উলুবেড়িয়া: পিকনিক মানেই আনন্দ। নতুন সংযোগ। সকলের সাথে মিলে যাওয়া। এক সাথে খাওয়া, হৈ চৈ গান বাজনায় হারিয়ে যাওয়া। করোনায় সবকিছুতে যতিচিহ্ন এঁকে দিয়েছে।করোনার প্রথম ধাক্কায় বন্ধ হয়ে গিয়েছিল জনসমাগম।শীতের উৎসব ঘিরে এখনো কোন নির্দেশিকা নেই। ফলে করোনার ভয় কার্যত ভুলে বর্ষশেষের উদযাপনে মেতেছেন অনেকে। বিনা মাস্কে, দূরত্ব-বিধি উড়িয়ে বছরের প্রথম দিনে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে পিকনিকে মেতেছে প্রিয় বাঙালি। উলুবেড়িয়া মহকুমার সবকটা পিকনিক স্পটে শুক্রবার উপচে পড়া ভিড়। হাওড়া জেলার অন্যতম আকর্ষণীয় পিকনিক স্পট শ্যামপুর থানার গড়চুমুকের ৫৮ গেট।দামোদর নদের ওপরে এশিয়ার বৃহত্তম ৫৮টি লকগেট যুক্ত স্লুইস রয়েছে।

তাই গড়চুমুকের এই এলাকাটিকে ৫৮ গেট নামেই ডাকা হয়। এই লকগেটের উভয় দিকেই পিকনিকের ব্যবস্থা রয়েছে। এখানে হাওড়া জেলা পরিষদের গড়চুমুক পর্যটন কেন্দ্রে রয়েছে মৃগদাব বা ডিয়ার পার্ক।করোনাকে উপেক্ষা করেই এদিন সকাল থেকেই প্রিয় বাঙালি মেতে উঠেছে বনভোজনে।কিছু লোকের লাগামহীন আনন্দ একটা বড় অংশের জন্য বিপদ ডেকে আনবে না তো ? প্রশ্ন তুলছেন অনেকেই।বেশিরভাগ জনরেই মুখে মাস্ক দেখা গেল না। দূরত্ব-বিধি পালনের ন্যূনতম চেষ্টাও দেখা গেল না বহু জায়গায়।স্বাস্থ্যবিধি মেনে অনেক জায়গায় অনুষ্ঠান আয়োজনের কথা বলা হলেও আয়োজক কমিটি শেষ কতটুকু তা নিয়ন্ত্রণ করতে পারছেন তা বলা বাহুল্য।তবে এদিন প্রশাসনের পক্ষ সেভাবে নজরদারি দেখা গেল না গড়চুমুকের পিকনিক স্পটে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট