আগামীকাল সৌরভ গঙ্গোপাধ্যায় কে কলকাতার উডল্যান্ড হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে


মঙ্গলবার,০৫/০১/২০২১
476

কলকাতা : আগামীকাল সৌরভ গঙ্গোপাধ্যায় কে কলকাতার উডল্যান্ড হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ এদিন সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে ।পাশাপাশি এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় কে উডল্যান্ড হাসপাতাল দেখতে আসেন দেশের প্রখ্যাত চিকিৎসক ডক্টর দেবি শেঠী।এদিন তিনি সাংবাদিকদের জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী সম্পূর্ণ ভাবে সুস্থ রয়েছেন। তিনি ব্রেকফাস্ট করেছেন। তার ডান দিকে ধমনীতে যে প্রধান ব্লকেজ দেখা দিয়েছিল তা ঠিক করে দেওয়া হয়েছে ।অপর দুটি ধমনীতে যে ব্লকেজ রয়েছে তা এখনই সেখানে স্টেন বসানো হবে না ।আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে। কিন্তু তিনি সম্পূর্ণ ভাবে হাসপাতালের ডাক্তার ও নার্সদের নজরে থাকবেন ।এদিন সকাল বেলা মোট 15 জন ডাক্তারদের মেডিকেল টিম গঠন করা হয়। ভারতীয় এবং বিদেশী সব মিলিয়ে মোট 15 জন ডাক্তারদের মেডিকেল টিম গঠন করা হয়।

তবে এখনই তার এনজিওপ্লাস্টি করা হবে না এমনটাই জানিয়েছেন দেবী শেট্টি ।সেই সঙ্গে তিনি জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার হার্ট সম্পূর্ণভাবে সতেজ রয়েছে এবং তিনি আগামী দিনে সাধারণ মানুষের মতনই সুস্থ ভাবে জীবন যাপন করতে পারবেন।পাশাপাশি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। 2 জানুয়ারি বেলা 11 টার সময় হঠাৎই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বুকে চেস্ট পেইন হয় এবং বমি বমিভাব হতে থাকে তিনি নিজেই উডল্যান্ড হাসপাতাল এর সঙ্গে যোগাযোগ করে সেখানে চলে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট শুরু হয় ।এই পুরো বিষয়টিকে ধন্যবাদ দিয়েছেন ডক্টর দেবি শেটি ।এছাড়াও ডক্টর সরোজ মন্ডল সপ্তর্শি বাসু ডক্টর পান্ডা যারা সৌরভ গঙ্গোপাধ্যায় কে দেখাশোনা করছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ডক্টর দেবি শেটি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট