মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষীরতন শুক্লা , হাওড়া সদরের দায়িত্বে তৃণমূল সভাপতি ভাস্কর ভট্টাচার্য


মঙ্গলবার,০৫/০১/২০২১
751

দিদি যখন যে দায়িত্ব দেবেন, যে কোনও পরিস্থিতিতে সেই দায়িত্ব পালন করব। বললেন হাওড়া সদরের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল সভাপতি ভাস্কর ভট্টাচার্য।

হাওড়া সদর জেলার সভাপতি হিসেবে লক্ষ্মীরতন শুক্লার ইস্তফার পর তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সদরের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তৃণমূল নেতা ভাস্কর ভট্টাচার্য। মঙ্গলবার এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ভাস্কর ভট্টাচার্য বলেন, “আমি এখনও দল থেকে হাতে চিঠি পাইনি। টিভিতে দেখেছি। আমরা যারা দীর্ঘদিন ধরে দল করি দিদির নির্দেশ আমাদের কাছে বেদবাক্য। যখন যে দায়িত্ব উনি দেবেন যে কোনও পরিস্থিতিতে সেই দায়িত্ব আমরা পালন করব। আমরা তৃণমূলস্তরের কর্মী। আজকে আমার দল, আমাদের দিদি, অরূপদার আশীর্বাদ রয়েছে। তাই এই জায়গায় পৌঁছেছি। যে দায়িত্বের কথা শোনা যাচ্ছে অরূপদার নেতৃত্বে যথাযথভাবে তা পালন করব। সকল স্তরের কর্মীকে নিয়ে সকল স্তরের নেতাকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাওড়া জেলায় যতগুলি আসন আছে ২০২১এ সব কটি আসনে জিতে আমরা তৃতীয়বারের জন্য দিদিকে মুখ্যমন্ত্রী করব। আমাদের ভগবানের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অরূপ রায় পুরোহিত। অরূপ রায় আমাদের ভগবানের কাছে পৌঁছে দিয়েছেন। আজকে অরূপদা হয়তো হাওড়া জেলা থেকে আমার নাম প্রস্তাব করেছেন, কিন্তু অনুমোদন দিয়েছেন দিদি। দিদির সাথে সবাই মিলে আমরা কাজ করি। আমাকে অরূপ রায়ের ঘনিষ্ঠ বলা হচ্ছে। কিন্তু দল করতে গিয়ে কেউতো কারও ঘনিষ্ঠ হবেই। দলের চিঠি হাতে পেলেই তারপরে কাজে নামব।”

https://youtu.be/4HT-R2AUwIE
মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষীরতন শুক্লা , হাওড়া সদরের দায়িত্বে তৃণমূল সভাপতি ভাস্কর ভট্টাচার্য
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট