পশ্চিমবঙ্গে বিজেপি যে স্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নে পরিণত হবে। পরিসংখ্যান বলছে, দেশের অধিকাংশ রাজ্যেই পায়ের তলার মাটি সরে যাচ্ছে বিজেপির। তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি চন্দ্রিমা ভট্টাচার্যেরর।
দেশজুড়ে ক্রমশই মাটি হারাচ্ছে বিজেপি। পায়ের তলার মাটি সরে যাচ্ছে কেন্দ্রের শাসক দলের। পরিসংখ্যান দিয়ে সেই তথ্যই তুলে ধরলেন তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত লোকসভা নির্বাচনের পর সারাদেশে ৬৬ শতাংশ আসন হারিয়েছে বিজেপি, দাবি চন্দ্রিমার। তিনি বলেন, বিজেপি নিজেদের ফুলিয়ে-ফাঁপিয়ে যা বলছে আদতে তা নয়। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, দেশের ১২ টি রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আছে বিজেপি। চারটি রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। যেখানে ৭৮ শতাংশ আসনে হেরেছে বিজেপি। দেশের বাকি রাজ্যে ৮৫ শতাংশ আসনই হারিয়েছে বিজেপি।
পরিসংখ্যান যা বলছে
রাজ্য মোট আসন বিজেপি
অন্ধ্রপ্রদেশ ১৭৫ ০০
তামিলনাড়ু ২৩৪ ০০
কেরল ১৪০ ০১
তেলেঙ্গানা ১১৯ ০২
পঞ্জাব ১১৭ ০২
দিল্লি ৭০ ০৮
পশ্চিমবঙ্গ ২৯৪ ০৬
সিকিম ৩২ ১২
ছত্তিশগঢ় ৯০ ১৪
ওড়িশা ১৪৯ ২৩
ঝাড়খন্ড ৮১ ২৫
রাজস্থান ২০০ ৭১
মহারাষ্ট্র ২৮৮ ১০৫
বিহার, মেঘালয়, নাগাল্যান্ড ও মিজোরাম – এই চার রাজ্যে বিজেপি জোট সরকার। বিধানসভার আসন নিরিখে বিজেপি চেহারাটা লজ্জাজনক।
দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান:
রাজ্য মোট আসন বিজেপি
বিহার ২৪৩ ৭৪
মেঘালয় ৬০ ২
নাগাল্যান্ড ৬০ ১২
মিজোরাম ৪০ ০১
যেখানে একের পর এক রাজ্যে বিজেপির ভোটে ধ্বস নেমেছে সেখানে পশ্চিমবঙ্গে ২০১৪-র লোকসভা নির্বাচনের থেকে ২০১৯-এ শতাংশের হারে ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসের। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বাংলাতে বিজেপি যে স্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নে পরিণত হবে।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More