হাওড়া সাঁকরাইল এলাকার ধূলাগোড়ে চৌরাস্তার পাশে রাস্তার ধারে থাকা বেশ কয়েকটি দোকানে আজ ভোর রাতে হঠাৎই আগুন লাগে। জানা গেছে এদিন ভোরে দোকানগুলি জ্বলতে দেখা যায়। স্থানীয়েরাই দমকলকে খবর দেন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

Auto Amazon Links: No products found.