হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে সদ্য দায়িত্বভার গ্রহণ করেছেন ভাস্কর ভট্টাচার্য। সোমবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ভাস্কর ভট্টাচার্যকে সম্বর্দ্ধনা জানাল তৃণমূল কংগ্রেস পরিচালিত হাওড়া জিলা পরিষদ। সোমবার দুপুরে ভাস্করবাবুকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হয়। উপস্থিত ছিলেন জিলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস ( সিংহ ), সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, কো-মেন্টর অরূপেশ ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল, আম্বিয়া খাতুন, গোপা ঘোষ সহ অন্যান্যরা। ভাস্করবাবু তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে হাওড়া জিলা পরিষদের ধারাবাহিক জনমুখী কাজের উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের পাখির চোখ আগামী বিধানসভা নির্বাচন। সরকারের জনমুখী কাজ সকলের সামনে তুলে ধরতে হবে। হাওড়া জেলা থেকে ১৬টি আসনেই আমাদের জয় সুনিশ্চিত করতে হবে।
তৃণমূল সভাপতিকে সম্বর্দ্ধনা
সোমবার,১১/০১/২০২১
904

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: