নেতাজী সুভাষ চন্দ্র বোস যখন প্রথমবার হিটলারের সাথে সাক্ষাৎ করেন , ঠিক কি ঘটেছিলো তখন ?


বৃহস্পতিবার,১৪/০১/২০২১
693

নেতাজী সুভাষ চন্দ্র বোস যখন প্রথমবার হিটলারের সঙ্গে দেখা করতে গেল তখন হিটলারের লোকেরা তাকে ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলল। নেতাজী বসে বই পড়তে লাগল। হিটলারের গোটাকয়েক ডুপ্লিকেট সবসময় হিটলারের বেশেই থাকত এবং তারাই লোকজনের সঙ্গে কথা বলত। এমনই একজন এসে নেতাজীর সঙ্গে কথা বলতে লাগল। নেতাজী বলল যে সে হিটলারের সঙ্গে কথা বলতে এসেছে এবং আবার বইয়ে মনোনিবেশ করল। এভাবে কয়েকজন নিজেকে হিটলার পরিচয় দিয়ে কথা বলতে চাইল কিন্তু নেতাজী বইয়েই মনোনিবেশ করে রইল। এরপর একজন এসে নেতাজীর কাঁধে হাত রাখল। সঙ্গে সঙ্গে নেতাজী বলে উঠল ‘হিটলার’। হিটলার অবাক হয়ে বলল: “এর আগে আমাদের কখনও সাক্ষাৎ হয় নি। তুমি নিশ্চিতভাবে আমাকে চিনলে কিভাবে?” নেতাজী: “যার আওয়াজে ব্রিটীশ প্রধানমন্ত্রী কাঁপে সেই সুভাষ চন্দ্র বোসের কাঁধে হাত রাখার সাহস একমাত্র হিটলারেরই আছে এমনকি তার লোকদেরও নাই”

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট