২৮ জানুয়ারী থেকে “কলকাতা বইমেলা ২০২১”


শনিবার,১৬/০১/২০২১
1474

কলকাতার পাঠকদের বই মেলার স্বাদ উপহার দেওয়ার জন্য ছোট আকারে হলেও কিছু উৎসাহি প্রকাশক কলকাতা বই মেলা ২০২১ এর আয়োজন করতে চলেছেন। বইমেলা কে বাস্তবে রূপ দেওয়ার জন্য কলকাতা প্রেস ক্লাবে পশ্চিমবঙ্গ প্রকাশক সমন্বয় কমিটি আয়োজিত এবং ‘বর্ণ পরিচয়’ নিবেদিত মধ্য কলকাতার হৃষিকেশ পার্কে আগামী ২৮ শে জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি ২০২১ পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৯টা পর্য্যন্ত খোলা থাকবে এই বই মেলা। করোনা আবহের কথা মাথায় রেখে কলকাতা বইমেলা -২০২১ এ বই বিক্রির স্টল থাকবে মোট ৩৫টি,এমনটা ১৫ জানুয়ারী কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সন্মেলনে জানানো হয়েছে। এ

ই সাংবাদিক বৈঠকেআয়োজক সংস্থার পক্ষে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন দেব সাহিত্য কুটিরের ডিরেক্টর রূপা মজুমদার। উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু,প্রকাশক শঙ্কর মন্ডল,আইনজীবী সুচরিতা বসু সহ বিশিষ্টরা। এদিন কলকাতা বইমেলা ২০২১ এর ‘লোগো’ উপস্থিত অতিথিদের হাত ধরে শুভ উদ্বোধন হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট