নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানানো নিয়ে কেন্দ্রের ভূমিকাকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস


বুধবার,২০/০১/২০২১
691

নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানানো নিয়ে কেন্দ্রের ভূমিকাকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার চীপ হুইফ শুখেন্দুশেখর রায়। তার বক্তব্য যা চলছে কপট শ্রদ্ধা। নেতাজিকে সামনে রেখে কেন্দ্রের মোদি সরকার রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষ পরিণতি কি হয়েছিল তা জানতে চাই দেশবাসী। গোপন ফাইল প্রকাশ কেন করা হচ্ছে না প্রশ্ন তোলেন তিনি। কেন্দ্রের পূর্বতন কংগ্রেস সরকার এবং বর্তমান বিজেপি সরকার এ ব্যাপারে একই ভূমিকা পালন করছে। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত গোপন রহস্য উন্মোচিত হোক তা কোনো সরকারই চাইনা। সুখেন্দু শেখর রায় বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান, প্রতিরক্ষা বিভাগের প্রকিশিত ১৯৪২-১৯৪৫ সাল পর্যন্ত আজাদ হিন্দ সরকারের তথ্য সম্পর্কিত বই আজো প্রকাশ্যে আনা হয়নি। বইটি প্রকাশ্যে আনার দাবি জানিয়ে চার বছর আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেও তার উত্তর মেলেনি। বইটি জনসমক্ষে আনার দাবি জানিয়ে আবারও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি বলে জানান তিনি।

সুখেন্দুশেখর রায় বলেন বইটির প্রতিলিপি প্রতিরক্ষা মন্ত্রকের কাছেও পাঠানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের এই সাংসদ এদিন সাংবাদিক সম্মেলনে আরও জানান, গবেষকদের গবেষণার থেকে উঠে এসেছে জাপানের তাইহোকু বিমান বন্দরে কোন দুর্ঘটনা ঘটেনি। বিমান দুর্ঘটনায় নেতাজী সুভাষ চন্দ্রের মৃত্যু হয়েছে বলে যে কথা প্রচার হয় আদতে তার কোন সারবত্বা নেই। ওই সময় জাপানে কোন বিমান দুর্ঘটনা ঘটেনি। আজাদ হিন্দ ফৌজ এর ইতিহাস সামনে চলে এলে বিমান দুর্ঘটনার যে তত্ব খারাপ করা হয়েছিল তা প্রকাশ্যে চলে আসার ভয় রয়েছে। দেশ স্বাধীন করার জন্য ২৬ হাজার সেনা নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আত্মোৎসর্গ তার ইতিহাস দেশবাসী জানতে চাই। তা প্রকাশ্যে আনুক কেন্দ্রের মোদি সরকার। তবেই ১২৫ তম জন্ম জয়ন্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যথাযথ মর্যাদা ও সম্মান দেওয়া হবে। জানালেন শুখেন্দুশেখর রায়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট