সিএবি-র প্রাক্তন যুগ্ম-সচিব বিশ্বরূপ দে যোগ দিলেন তৃণমূলে। এদিন তৃণমূল ভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সুখেন্দুশেখর রায়ের উপস্থিতিতে বিশ্বরূপের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। তৃণমূলে যোগ দিয়ে বিশ্বরূপ বলেন, ‘আমি টিম স্পিরিটে বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম স্পিরিট দেখেই তৃণমূলে যোগ। স্পিরিট আছে বলেই ভারতীয় ক্রিকেট বেঁচে আছে। বাংলায় তৃণমূল নেত্রী সেই স্পিরিট নিয়ে লড়াই করছেন। বাংলাকে বাঁচাতে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত থেকে ম্যাচ জেতাব।
শুধু ক্রিকেট কর্তা নন, সামাজিক কাজেও তিনি নিয়োজিত। বউবাজারে একটি অনাথ আশ্রমের অন্যতম পরিচালক। সমাজসেবী বিশ্বরূপ দে এদিন ১২৫ জন সাধারণ নাগরিককে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। বিশ্বরূপ দে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিরিট দেখে আমাদের এই যোগদান। কখনই বাংলাকে দুর্বৃত্তদের হাতে তুলে দেব না আমরা।
Auto Amazon Links: No products found.