ঝাড়গ্রাম:– লটারিতে এক কোটি টাকা পেলেন ঝাড়গ্রাম থানার এক পুলিসকর্মী। বছর আঠাশের যজ্ঞেশ্বর বেশরা ঝাড়গ্রাম থানায় স্পেশাল হোমগার্ড পদে চাকরি করেন। যজ্ঞেশ্বরের বাড়ি ওডিশা বর্ডারের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ব্লকের রেহেড়াঘুটু গ্রামে।লটারি কেটে হঠাৎই কোটিপতি হয়। ঝাড়গ্রাম স্টেশন সংলগ্ন একটি দোকান থেকে ডিয়ার লটারি ৩০ টাকা দামের একই সিরিজের ৫টি টিকিট ১৫০ টাকায় কেটে ছিলেন। সঙ্গে ছিল বন্ধু ভবেশ মাণ্ডি। দুজনেই লটারি কাটেন। ভাগ্য খুলে গেল মাত্র ৬ ঘন্টা পর। দুপুর ১টায় যজ্ঞেশ্বর হলেন কোটিপতি! যজ্ঞেশ্বর বেসরা বলেন,’দুপুরে আমি জামদায় জঙ্গলমহল উৎসব দেখতে গিয়েছিলাম। সেখানের একটি লটারি দোকানে রেজাল্ট থেকে নিজে বুঝতে পারছিলাম ঠিক না ভুল। কার্যত চমকে গিয়েছিলাম। কাউকে কিছু না বলে সোজা থানার ব্যারাকে চলে আসি।’ কোটিপতি হওয়ার পর থেকে থানায় এখন সকলের মুখে মুখে যজ্ঞেশ্বরের নাম। খুশি তাঁর পরিবারের সদস্য থেকে থানার সহকর্মীরা।
২০১৪ সালে মুখ্যমন্ত্রীর আত্মসমর্পণ প্যাকেজে তিনি স্পেশাল হোমগার্ডের চাকরি পেয়েছিলেন। প্রথম থেকেই তিনি ঝাড়গ্রাম থানায় কর্মরত রয়েছেন। জানা গিয়েছে, লটারি কাটা প্রথম থেকেই নেশা ছিল যজ্ঞেশ্বরের। গত দেড় বছর আগেও তিনি লটারিতে ৪৫ হাজার টাকা পেয়েছিলেন। তবে কোটি টাকা পাবেন স্বপ্নেও ভাবেননি। এদিন যজ্ঞেশ্বর বলেন, ওই টাকায় গ্রামের মাটির বাড়ির ভেঙে পাকা বাড়ি বানাব। কিছু জায়গা ও জমি কিনব। এটাই প্রথম ইচ্ছা রয়েছে।
Auto Amazon Links: No products found.