দেশনায়ক বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী উদযাপন এর সূচনা হতে চলেছে। দেশনায়ক দিবস পালন ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। শ্যামবাজার পাঁচ মাথার নেতাজির মূর্তির পাদদেশে থেকে রেড রোডের সামনে নেতাজির মূর্তির পাদদেশে পর্যন্ত শোভাযাত্রায় হাঁটবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে সকল রাজ্যবাসীকে নেতাজির জন্ম মুহূর্ত 12 টা 15 মিনিটে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও অন্যান্য অভিবাদন ধ্বনি দিয়ে স্মরণ করা হবে নেতাজী সুভাষ চন্দ্র বসুকে। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এই মুহূর্তে বহু মানুষের সমাগম ঘটেছে। সমাজের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে নেতাজিকে শ্রদ্ধা জানানো হচ্ছে। সাজিয়ে তোলা হয়েছে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে রেড রোডে নেতাজির মূর্তি পাদদেশে পর্যন্ত।

Auto Amazon Links: No products found.