নেতাজীর স্মরণে নামাঙ্কিত ক্লাবের উদ্যোগে আয়োজিত হল নেতাজীর জন্মদিবস পালন


শনিবার,২৩/০১/২০২১
941

ঝাড়গ্রাম:-ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালিত হল দেশনায়কের ১২৫তম জন্মদিন। প্রতিবছরের ন্যায় এবছরও নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালিত হল নামের উদ্দেশ্যে নাম রাখা ক্লাবে৷ গোপীবল্লভপুর ২নং ব্লকের হাতিপাতা গ্রামের নেতাজী স্মৃতি সংঘ ক্লাবে। দেশ নায়কের এই জন্মদিন উপলক্ষ্যে চাঁদের হাট বসেছে কুলিয়ানা অঞ্চলের হাতিপাতা গ্রামে। শনিবার এই নেতাজীর জন্মজয়ন্তী উদযাপন ও আলোচনা সভা ২০২১ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ কুনার হেমব্রম, এলাকার বিশিষ্ট সমাজসেবী অনুরন সেনাপতি এছাড়াও গ্রামের প্রত্যেকটি মানুষ ও কমিটির প্রত্যেকটি সদস্য উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রায় ৩কিমি পদযাত্রার পর নেতাজীর ছবিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করে শুরু হয় প্রথম পর্বের অনুষ্ঠান। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের সূচনা হয় বার্ষিক আলোচনা সভার মধ্য দিয়ে। ক্লাবের সভাপতি বিক্রমজিৎ বেরা জানান ১৯৯২ সাল থেকে এই রীতি চলে আসছে।

প্রত্যেক বছর নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যেই আমরা নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করে থাকি। প্রথম থেকেই আমাদের ক্লাবের নাম হাতিপাতা শিশু সংঘ থাকলেও দেশ নায়ক নেতাজীকে স্মরণ করেই নেতাজী স্মৃতি সংঘ নাম রেখেছি। ক্লাবের সম্পাদক সুকান্ত বেরার কথায়, “নেতাজীর জন্মজয়ন্তী উদযাপন ছাড়াও প্রত্যেক বছর নানান ধরনের অনুষ্ঠান করে থাকি এবং বিভিন্ন সমাজ কল্যান মূলক কাজ করে থাকি। আগামী দিনেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো। মাননীয় সাংসদ আমাদের এখানে এসেছিলেন আমাদের পাশে এবং গ্রামবাসীর পাশে থাকার আশ্বাস দিলেন তিনি।”

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট