দুয়ারে সরকার প্রকল্পের কাজে ঢিলেঢালা ভাব। বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম নেই শিবিরে আসা কর্মীদের কাছে। দলের কোন্দলে কাজ হচ্ছে না। এমনই অভিযোগ তুললেন ডোমজুড়ের জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। বারে বারে শিবিরের দিন জানিয়েও না আসার ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ। তাই এবারে কাজ শেষ না হলে কর্মীদের ছাড়া হবে না হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত প্রধান। জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ হাজরা বলেন, “দুয়ারে সরকারের যেসব আধিকারিকরা বিভিন্ন ব্লক অফিস থেকে ডিউটি করতে আসছেন, সেখানে কোনও কাজ হচ্ছেনা। এই কারণে মানুষ তাদের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যে কাজ করার কথা সেই কাজ আধিকারিকরা করছেন না। প্রশ্ন উঠেছে, মানুষ কেন পরিষেবা থেকে বঞ্চিত হবেন ? আমাদের দাবি, আপনাদের কাজ আপনারা করুন। সঠিকভাবে করুন। মানুষকে যদি এভাবে বঞ্চনা করেন, তাহলে মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের পরিষেবা না পাওয়া পর্যন্ত আপনাদের এখান থেকে ছাড়বেন না।”
Auto Amazon Links: No products found.