হাওড়ার শিবপুরের বাসিন্দা প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ এ বছরে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা-ভোঁদা’, ‘নন্টে-ফন্টে’র স্রষ্টা শিল্পী নারায়ণ দেবনাথের নাম কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মানে স্থান করে নিয়েছে।সোমবার দুপুরে দিল্লি থেকে তাঁর বাড়িতে ফোন আসে। তখনই শিল্পীর পরিবার এই খবর জানতে পারেন। নারায়ণ দেবনাথ এই মুহূর্তে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছেন। এখন তিনি বিশেষ ছবি আঁকেন না। কেন্দ্রীয় সরকারের এই সম্মানে খুশি শিল্পীর পরিবার। নারায়ণ দেবনাথের সৃষ্টি কমিকস ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা-ভোঁদা’ ‘নন্টে-ফন্টে’ আজও আট থেকে আশি বাঙালি পাঠকদের সমান আনন্দ দেয়। উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করেছিল।
Auto Amazon Links: No products found.