অবশেষে চালু হলো এইমসের বহির্বিভাগ বা ওপিডি


বুধবার,২৭/০১/২০২১
834

অবশেষে চালু হলো এইমসের বহির্বিভাগ বা ওপিডি। রোগী পরিষেবার জন্য প্রস্তুত কল্যাণী এইমস। প্রাথমিক ভাবে কয়েকটি বিভাগ নিয়ে চালু হলো বহির্বিভাগ পরিষেবা। এইমসের ডিরেক্টর রামজি সিং বলেন, আপাতত মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনি অ্যান্ড অবস্ট্রেটিক্স, পেডিয়াট্রিকস, সাইক্রিয়াটিক, ডার্মাটোলজি-সহ মোট ৮টি বিভাগ নিয়ে প্রাথমিকভাবে চালু হবে বহির্বিভাগ।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

২০১৬ সালে ১৭৯.৮২ একর জমিতে কাজ শুরু হয় এইমসের। নদীয়ার কল্যাণী মহকুমার বসন্তপুর মৌজায় জমি চিহ্নিত করেছিল রাজ্য সরকার। সেই জমিতে গড়ে উঠেছে এইমস। কলকাতা থেকে ৫০ কিলোমিটার দূরে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে মাত্র এক কিমি দূরে অবস্থিত এইমস। এদিন অনেকেই এসেছেন আউটডোরে ডক্টর দেখাতে। এইমস চালু হওয়ায় খুশি আমজনতা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট