ঠাকুরের নাম নিয়ে দিল্লি যাত্রা রথীনের


শনিবার,৩০/০১/২০২১
699

গত কয়েকদিন ধরেই তিনি দলের বিরুদ্ধে বেসুরো হয়েছেন। সুর চড়িয়েছেন দলের জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। বিজেপিতে তিনি যোগ দিতে পারেন জল্পনা চলছিলই। অবশেষে পদ্ম শিবিরে পাকাপাকি যোগ দিতে আজই দিল্লি যাচ্ছেন হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী। আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আজকেই দিল্লি যাচ্ছি। ৪টের সময় বিশেষ বিমান আসছে। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল সহ আমরা দিল্লি যাচ্ছি। আর কোন বিধায়করা যাচ্ছেন আমি এখনই জানিনা। ঠাকুরের নাম নিয়ে আমরা নতুন সুযোগ নিশ্চয়ই পাব, নতুন বাংলা গড়ার জন্য। শুনেছি অমিত শাহজি নিজেও দিল্লিতে বৈঠকে থাকবেন।” আগামীকাল হাওড়ার ডুমুরজলার সভায় থাকবেন কিনা, এই প্রশ্নের উত্তরে রথীন বলেন, “দেখা যাক। সেখানে যা নির্দেশ আসে করা হবে।”

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
https://youtu.be/U9PJyHqm2mI
ঠাকুরের নাম নিয়ে দিল্লি যাত্রা রথীনের
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট