সামাজিক যোগযোগমাধ্যম ইনস্টাগ্রামে সাবেক পর্ন তারকা মিয়া খলিফা একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি কান্না করছেন। শুধু ছবিতেই সীমাবদ্ধ নন তিনি। লাইভ ভিডিওতে এসেও কাঁদছেন তিনি। কিন্তু কি কারণে কান্না করছেন, প্রথম দিকে বোঝা যাচ্ছিল না।
আবার লাইভে এসেও কাঁদছিলেন । আর তখনই জানা গেলো কান্নার কারণ। এনবিএ তারকা বাস্কেটবল খেলোয়াড় জন ওয়াল দল পরিবর্তন করেছেন বিধায় কাঁদছেন তার ভক্ত মিয়া খলিফা। ‘দশ বছর জন ওয়াল ব্রো, দশ বছর! আমি মনে করতে পারছি না ওয়ালকে ছাড়া ডিসি কেমন ছিল।’
দীর্ঘদিন ধরে ওয়াশিংটন উইজার্ডস দলের ভক্ত মিয়া। তার প্রিয় খেলোয়াড় জন ওয়ালও এই দলে খেলতেন। সম্প্রতি জন ওয়াশিংটন উইজার্ডস থেকে হিউস্টন রকেটস দলে যোগ দিয়েছেন। বিষয়টি মেনে নিতে পারেননি মিয়া খলিফা। এজন্যই তাকে কাঁদতে দেখা গেছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রথমে বিষয়টি নিয়ে মিয়া পোস্ট দেন। তিনি লেখেন- ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি এখন থেকে হিউস্টন রকেটস দলের সমর্থক।’
Auto Amazon Links: No products found.