“মিমির ” জন্য বিয়ের পাত্র দেখার দায়িত্ব নিলো নুসরাত


মঙ্গলবার,০২/০২/২০২১
1165

অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। সহকর্মীর বাইরেও একটি সম্পর্ক রয়েছে তাদের। তা হলো- একে অপরের ঘনিষ্ঠ বান্ধবী। তাদের বন্ধুত্বের খবর টালিগঞ্জের সবারই জানা। অভিনেত্রী থেকে জননেত্রীও হয়েছেন একসঙ্গে।নুসরাতের বিয়ের অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন মিমি। নিজ হাতে করেছেন অনেক কাজ। পাশাপাশি আড্ডায় মেতে উঠেছিলেন জিজু নিখিলের সঙ্গেও। বান্ধবী নুসরাতের বিয়ের পর মিমির বিয়ে নিয়ে আওয়াজ উঠেছিল টলিপাড়ায়। কিন্তু ধোপে টেকেনি।

এবার মিমির জন্য পাত্র খুঁজছেন নুসরাত। পাত্রের লুক হবে ইন্টারন্যাশনাল। আর অবশ্যই হতে হবে বাঙালি। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানিয়েছেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। এমন তথ্যই প্রকাশ করেছে সংবাদমাধ্যম।

রচনা ব্যানার্জির উপস্থাপনায় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ এর বিশেষ একটি পর্বে অংশ নিয়েছিলেন নুসরাত-মিমি। নুসরাত পরেছিলেন নীল শাড়ি আর মিমির পরনে ছিল সবুজ সালোয়ার। তাদের সঙ্গে ছিলেন তনুশ্রী, পায়েল সরকার, অনীক ধর, কাঞ্চন মল্লিকসহ অনেকে। অনুষ্ঠানের চিত্রায়ণে বেশ খোশমেজাজে ছিলেন তারকারা। এদিকে নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের খবরে আলোচনায় নুসরাত। এসবে একদম কর্ণপাত না করে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সামনে পশ্চিমবঙ্গে নির্বাচন। অভিনয়ের পাশাপাশি তাই রাজনীতির মাঠও সমান তালে সামলিয়ে যাচ্ছেন মিমি-নুসরাত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট