12 ই ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল :পার্থ চট্টোপাধ্যায়


মঙ্গলবার,০২/০২/২০২১
657

12 ই ফেব্রুয়ারি থেকে পশ্চিমবাংলায় নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। এমন সিদ্ধান্তের কথা জানান তৃণমূল ভবন থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।তিনি এদিন সাংবাদিক সম্মেলনে জানান আগামী 12 ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণী স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ।কিন্তু তার আগেই সমস্ত স্কুল গুলি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ।তার জন্য বেশ কিছুটা সময় লাগবে। তার কারণ দীর্ঘদিন ধরে স্কুল গুলি বন্ধ হয়ে পড়েছিল ।নবম থেকে দ্বাদশ শ্রেণী স্কুল খোলার পেছনে মূল কারণ এদের প্র্যাকটিকেল ক্লাস আছে। আর এই প্র্যাকটিক্যাল ক্লাস এর জন্য স্কুলের প্রয়োজন আছে। তাই অনেক ভেবে-চিন্তে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ।সরকারি এবং বেসরকারি স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন ।তবে এই মুহূর্তে নবম শ্রেণীর নীন পর্যন্ত ক্লাস গুলির ছাত্র-ছাত্রীদের জন্য এখনই স্কুল খুলছে না বলে জানালেন পার্থ চট্টোপাধ্যায়।

12 ই ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল :পার্থ চট্টোপাধ্যায়

কারণ এদের সাথে জড়িয়ে আছে স্বাস্থ্য বিধির বিষয়টি ।তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে এবং স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে তবে আগামী দিনে তাদের স্কুল খোলার বিষয়টি ভাবা হবে বলে তিনি জানিয়েছেন । অন্যদিকে তিনি জানিয়েছেন আগামীকাল অর্থাৎ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আসন্ন ভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে ।সেখানে আলোচনা হবে বিশ্ববিদ্যালয়গুলি খোলা যায় কি না ।তার কারণ বিশ্ববিদ্যালয় বা কলেজগুলির অফিস খোলা রয়েছে দীর্ঘদিন ধরে ।কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি বন্ধ থাকার ফলে ছাত্রছাত্রীদের অনেক ক্ষেত্রে অসুবিধা হচ্ছে ।তাই সমস্ত বিষয়গুলি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট