বিজেপি ছাড়লেন মুকুল রায়ের শ্যালক


বুধবার,০৩/০২/২০২১
865

তৃণমূল কংগ্রেসের ফিরে এলেন বিজেপি নেতা মুকুল রায়ের শ্যালক শীজল রায়। বিজেপিতে চলে যাওয়া অনেকেই ফিরতে শুরু করেছেন পুরনো দলে। বুঝতে পারছেন বিজেপি নয়, রাজনীতির ময়দানে তৃণমূলে রাজনীতিই বেশি সাবলীল।

বিজেপি মোহ ভঙ্গ। স্বাচ্ছন্দ তিনি তৃণমূল কংগ্রেসেই। দু’বছরের মাথায় ফের তৃণমূলে ফিরলেন বিজেপি নেতা মুকুল রায়ের শ্যালক শীজল রায়। বুধবার তৃণমূল ভবনে দলের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে জোড়া ফুলের পতাকা তুলে নিলেন তিনি। সেইসঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিশিষ্ট আইনজীবী জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী নীলাঞ্জনা মজুমদার। শীজল রায় বলেন, বাংলায় যে রাজনীতি চলছে তা আমাদের আদর্শের পরিপন্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বাংলায় ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে।

একাধিক ক্ষমতা ভোগ করে ঠিক ভোটের মুখে দলকে বিপাকে ফেলে শুভেন্দু অধিকারি, রাজীব ব্যানার্জিরা তৃণমূল ছেড়ে বিজেপির জার্সি গায়ে তুলেছেন। আবার কিছু নেতার প্রলোভনে বিজেপিতে চলে যাওয়া একাধিক নেতা বুঝতে পেরেছেন তাদের ভুল। বুঝতে পেরেছেন বিজেপি কখনোই সাবলীল নয় তাদের জন্য। মুকুল রায়ের শ্যালক শীজল রায় বা উত্তরবঙ্গের আদিবাসী নেত্রী প্রাক্তন জেলা সভাধিপতি জ্যোতি তিরকের দলে ফেরা সেটাই প্রমাণ করে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট