ঝাড়গ্রাম:- প্রাচীন লোকসংস্কৃতি ও যাত্রা কে সমাজের মাঝে তুলে ধরতে রাজ্য সরকার জেলায় জেলায় শুরু করেছে লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব । শুক্রবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী সি আর ডি হাইস্কুল এর মাঠে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক আয়েশা রানি এ ।এছাড়া ও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, রবিন টুডু, মনোরমা পাত্র ।
মুখ্যমন্ত্রী র অনুপ্রেরণা য় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ৫ই ফেব্রুয়ারী থেকে ৭ই ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই উৎসব ।
ঝাড়গ্রাম জেলার জেলাশাসক বলেন ” লোক সংস্কৃতি আমাদের পরিচয়, আমাদের রাজ্যে নানা জাতির নানা সংস্কৃতি রয়েছে সেই গুলো রক্ষা করতে হবে আমাদের, এই গুলো আমাদের আসল পরিচয়, এই গুলো ছেড়ে এগিয়ে গেলে আমরা উন্নয়ন করতে পারবোনা ” ।জেলাশাসক জেলাবাসীকে এই ধরণের মেলা গুলোতে সাধারণ মানুষ দের আরো বেশি করে অংশগ্রহণ করতে বলেছেন ।
Auto Amazon Links: No products found.