নির্দয় নিষ্ঠুর সরকার, কেন্দ্রকে তোপ মমতার


সোমবার,০৮/০২/২০২১
692

সোমবার বাজেট নিয়ে বিধানসভায় বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের সব সময় মিথ্যা কথা বলা অভ্যাস এ পরিণত হয়েছে। ওরা একটা আলাদা পোর্টাল করেছে। আমাদের ভেরিফিকেশন করতে বলা হয়েছে। 6 লক্ষ কৃষকের মধ্যে আমরা ইতিমধ্যেই, ২.৫ লক্ষ্য ভেরিফিকেশন করে পাঠিয়ে দিয়েছি। আর কী করতে পারি? আমরা চাই ভাগচাষিরা থেকে শুরু করে ক্ষেত মজুররাও কৃষক বিধির সুবিধা পাক। আমাদের যে প্রকল্প আছে এক কাঠা জমি থাকলেও কৃষক বন্ধুর সুবিধা পান। আর ওদের প্রকল্পে দু’একর জমি থাকলে তবেই সুবিধা পাবে।
মমতা বলেন বাজেট নিয়ে কেউ কেউ রাজনীতি করছে। কেউ কেউ ভোটের ইসতেহার বলছে। যদি তাই হয় তবে ক্ষতি কী? সবই তো মানুষের জন্যই।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

মমতা বলেন, কেউ কেউ বলছেন আমরা কিছুদিন আছি। জেনে রেখে দিন আমরা আবার আসব। এবং বিপুল জয় নিয়ে আসব। কেন্দ্রের মোদি সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, এত নির্দয় নিষ্ঠুর সরকার আগে দেখিনি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট