নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং এবং বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এই দুই বিধায়কই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিধানসভা অধিবেশনের শেষ দিনে তারা কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহল ছড়িয়েছে। এমনও জল্পনা শুরু হয়েছে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে পারেন। তবে এ বিষয়ে কেউই কোনো মুখ খোলেননি। বিজেপিতে যোগ দেওয়া এই দুই বিধায়ক জানান, কিছু কাগজপত্র জমা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক অবশ্য এ বিষয়ে খোলসা করে কিছু বলেননি। আবার বিশ্বজিৎ দাস ও সুনীল সিং এর দলে যোগ দেয়ার বিষয় উড়িয়েও দেননি।
Auto Amazon Links: No products found.