বিজেপিকে এক হাত নিলেন কলকাতা পুরসভার প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম


সোমবার,০৮/০২/২০২১
616

কলকাতার খিদিরপুরে এক অনুষ্ঠানে এসে বিজেপিকে এক হাত নিলেন কলকাতা পুরসভার প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এদিন জানিয়েছেন বিজেপি রামের নাম করে রাবণের রাজত্ব করছে। অটল বিহারী বাজপাই জানিয়েছিলেন রামের রাজত্ব তৈরি করতে। কিন্তু বিজেপি রাবণের রাজত্ব তৈরি করছে বলে মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। অন্যদিকে তিনি জানিয়েছেন এদিন রাজ্যসভায় বাক স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কথা বলেছেন তা যদি সত্যি হয় এবং সাধারণ মানুষের যদি বাক স্বাধীনতা থাকে তাহলে দিল্লির কৃষকদের আজ এই অবস্থা হতো না। গতকাল হরিয়ানাতে বেশকিছু কৃষক মারা গেছেন বলে মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন কৃষকদের এই দুরবস্থার জন্য তাহলে কাকে দায়ী করা যায়। অন্যদিকে তিনি জানিয়েছেন আগামীকাল বাংলায় পরিবর্তন যাত্রার জন্য যে জেপি নাড্ডা সাহেব আসছেন তার জন্য কোন কিছুই পরিবর্তন হবে না ।তার কারণ তিনি বাংলায় যতবার খুশি আসতে পারেন। কিন্তু বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছে বলেই জানিয়েছেন।

এর পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী কেউ একহাত নেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন গতকাল যখন যোশীমঠ যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল এবং 175 জন নিখোঁজ এবং বেশ কিছু মানুষ মারা গেছেন। সেখানে প্রধানমন্ত্রী রাজনীতির কথা বলছেন। বরং সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল। কিন্তু তা তিনি করেননি। তৃণমূল কংগ্রেস পারলে তার জবাব দিতে পারতো কিন্তু দেয়নি কারণ তৃণমূল কংগ্রেস মনে করেছে আগে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত ।এমনই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস কখনোই তার অপজিশন পার্টির প্রতি কখনোই ক্ষতি চায় না। রাজনৈতিক মঞ্চে তাদের যতই রেষারেষি থাকুক না কেন ব্যক্তিগতভাবে কারোর ক্ষতি তারা কখনোই চায় না। তাই রামরাম সত্তা এই কথা কখনোই কারো জন্য তারা ব্যবহার করেন না ।বরং তারা চায় অপজিশন পার্টিতে যারাই থাকুক না কেন তারা দীর্ঘজীবী হোক ।তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন থাকুক। এমন মন্তব্য করেছেন এদিন ফিরহাদ হাকিম।

পচিম্বঙ্গ বিধানসভা ভোট ২০২১ এর আপডেট পেতে চোখ রাখুন বাংলা এক্সপ্রেস এ
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট