শিলদাতে পানীয় জলের সমস্যা নিয়ে ভোট বয়কটের ডাক দিয়ে ৫ নং রাজ্য সড়ক অবরোধ করলো মহিলারা


সোমবার,০৮/০২/২০২১
920

ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার শিলদা তে পানীয় জলের দাবিতে ৫ নম্বর রাজ্য সড়কে অবরোধ করল স্থানীয় মহিলারা।দুদিন আগে পানীয় জলের দাবিতে বিনপুর 2 নম্বর ব্লকের শিলদা তে পথ অবরোধ করেছিল বিজেপি নেতৃত্ব, সেই অবরোধের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই আজ সোমবার সকাল থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে ৫ নম্বর রাজ্য সড়কে অবরোধ করে স্থানীয় মহিলা রা । এর ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং গাড়ি গুলো সারিবদ্ধ ভাবে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে যায়। এই অবরোধের জেরে ঝাড়গাম থেকে শিলদা হয়ে পুরুলিয়া ও বাঁকুড়া যাওয়ার রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ।অবরোধকারী এক মহিলা বলেন” দীর্ঘদিন ধরে শিলদা বাসি পানীয় জলের সমস্যায় ভুগছে, বারবার প্রধানকে জানিও কোন সমস্যার সমাধান হয়নি তাই তারা পথ অবরোধ করেছে । যতক্ষণ না পর্যন্ত তাদের এই সমস্যার সমাধান হয়ে তারা অবরোধ চালিয়ে যাবেন এমনকি ভোট বয়কট করবেন বলেও জানিয়েছেন । এদিকে সকাল থেকে অবরোধ চললেও প্রশাসনিক কোন অধিকারিক ঘটনাস্থলে পৌঁছায়নি এর জেরে অবরোধকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট