অজানা ভাইরাসের আক্রমণে তিনটি সদ্যোজাত বাছুরের মৃত্যু, শক্তিনগরে চিন্তায় বাসিন্দারা!


মঙ্গলবার,০৯/০২/২০২১
1134

ঝাড়গ্রাম : শুধুমাত্র চিৎকার। তার কিছুক্ষণ পরেই মৃত্যু। এমনই চিত্র দেখা যাচ্ছে বাছুরের মৃত্যুর ক্ষেত্রে। যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঝাড়গ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকার এই ঘটনায় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পরিমল রায় , শেফালী বেরা, সুজিত গরাই এই তিনটি বাসিন্দার তিনটি বাছুর মারা গিয়েছে। সকলের ক্ষেত্রে একই উপসর্গ। ঘটনাস্থলে প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসকরা পৌঁচ্ছে। ঝাড়গ্রাম জেলা প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের উপ-অধিকর্তা চঞ্চল দত্ত বলেন,‘ভাইরাস ঘটিত একটি এফএমডি। একে সাধারণ মানুষ খুইরাও বলেন। ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন এলে বিনামূল্যে সরকারি ভাবে ভ্যাকসিন করা হবে। এবছর এখনও ভ্যাকসিন রাজ্যে আসেনি।’

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট